গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাহেনূর ইসলাম স্বাধীন: বগুড়া সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের
বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরষ্কার
বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বেলা
১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়
তোলেন শিক্ষক ও ম্যানেজিং কমিটির
সদস্যগন।এরপর মঞ্চে উপস্থিত হন প্রধান
অতিথি উপজেলা চেয়ারম্যান আলী
আজগর তালুকদার হেনা।এসময় প্রধান
অতিথিকে সালাম জানায় আরমানের
নেতৃত্বাধীন একদল চৌকশ স্কাউট দল।
প্রধান অতিথি বিজয়ী ছাত্রদের হাতে
পুরস্কার তুলে দেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও অনুষ্ঠান
পরিচালনা ও দায়িত্বে ছিলেন, রাহেনূর
ইসলাম স্বাধীন, শিহাব হোসেন, আমিনুর
রহমান, ইসতিয়াক হোসেন রনি, নাবা
সাকিব, সুইম সহ আরও অন্যান্য ছাত্ররা।

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment